জুমবাংলা ডেস্ক: কুুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরভবন প্রঙ্গনে আজ সকাল সাড়ে ৯টায় সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে ভিজিএফ চাল ও প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জেলা প্রশাসকের বরাদ্দ থেকে ২০০ পরিবারসহ মোট ৪ হাজার ৮২১ পরিবারের মধ্যে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এ সব বিতরণ করেন।
এ বিষয়ে পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বাসসকে বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুস্থ-অসহায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জেলা প্রশাসকের বরাদ্দ থেকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো: হারুনুর রশিদ, পৌর প্যানেল মেয়র মো: মিজানুর রহমান, কাউন্সিলর মো: মফিজুর রহমান, মো: বদিউল আলম পাটোয়ারী, মো: সাইফুল ইসলাম শাহীন, মো: মোশাররফ হোসেনসহ পৌরসভা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।