বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমেরিকার বহুল আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন চ্যাটবট এনেছে চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট। নতুন এই চ্যাটবটের নাম দেওয়া হয়েছে হুনইউয়ান এইড। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট প্রকাশ করেছে টেনসেন্ট।
এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) শুরু হলো চীন-আমেরিকা দ্বন্দ্ব। টেনসেন্ট দাবি করেছে, তাদের চ্যাটবটে এমন কিছু ফিচার রয়েছে, যা আমেরিকার চ্যাটজিপির চেয়ে অনেক ভালো। গত মাসে চীনা প্রতিষ্ঠান বাইডো একটি বট এনেছিল। নতুন চ্যাটবটটি ইআরএনআইই নামক সেই এআইয়ের মতোই।
এআই ডেভেলপারদের জন্য গত মাসেই নতুন আইন করেছে বেইজিং। তবে আটকাতে নয়, প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতেই এটি করা হয়। আর এর ফলেই চ্যাটজিপিটি বানানো প্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফটকে টেক্কা দিতে চাচ্ছে এরা।
নতুন চ্যাটবট হুনইউয়ান এইড নিয়ে বৃহস্পতিবারই যাবতীয় তথ্য জানিয়ে দেয় টেনসেন্ট। এতে বলা হয়, চ্যাটজিপিটির চেয়ে সহজ ও সাবলীলভাবেই সবকিছুর উত্তর দেবে হানইউয়ান। এ ছাড়া অ্যারিথম্যাটিক সমস্যাগুলোও সমাধান করে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।