আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এমনকি আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও দলে ডাক পাননি। এ ছাড়াও বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন হাফিজ। সেখানেও দারুণ পারফর্মেন্স করতে পারেননি। সবমিলিয়ে বর্তমানে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার।
এ অবস্থায় সেন্ট লুসিয়ায় হোটেল থেকে টুইটারে সূর্যাস্তের ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির ক্যাপসনে লেখেন, “সুন্দর সেন্ট লুসিয়ায় সূর্যাস্তের দৃশ্য।” আর তাতেই বেজায় চটেছেন অনেকেই। কারণ কয়েকদিন আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি সেন্ট লুসিয়ায় ঘুরতে গিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
সেই সেন্ট লুসিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাফিজও। তাই অনেকের ধারণা, বিরাট কোহলিকে নকল করেই এমন ছবি পোস্ট করেছেন হাফিজ।
কেউ বলেছেন, গরিব বিরাট। আবার কেউ বলছেন, বিরাটকে যদি নকল করতেই হয় তাহলে ওঁর মতো পারফরম্যান্স করে দেখাও।
সূত্র : জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।