জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কারিগরি দল বাংলাদেশে আসছে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস জানিয়েছেন, কারিগরি দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান গুইন লুইস।
তিনি বলেন, জাতিসংঘের অর্থায়ন এবং তাদের নেতৃত্বে কাজ করবে স্বাধীন এ তদন্ত কমিশন। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই।
এর আগে, সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে। এর অংশ হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল দ্রুতই বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।
বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এ সংখ্যাকে দেড়শ’র আশপাশে বলে দাবি করেছিল।
টেলিফেনে আলাপকালে ড. ইউনূস ভলকার তুর্ক এবং তার (ইউনূস) দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
নোবেলজয়ী ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে জানিয়েছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
এছাড়া অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel