জুমবাংলা ডেস্ক : ছাত্র রাজনীতি বন্ধ হবে কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত তো বিশ্ববিদ্যালয়ের।
প্রধানমন্ত্রী বলেন, আমি রাজনীতি করেই এখানে এসেছি। কিন্তু যারা উড়ে এসে বসে তারা আসে ক্ষমতা উপভোগ করতে। এরাই সমস্যা তৈরি করে। একটা ঘটনা ঘটেছে বলেই এ কথা উঠেছে। কিন্তু আপনারা জানেন ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যত গুলো আন্দোলন হয়েছে সবগুলোতেই ছাত্রদের ভূমিকা ছিল অন্যতম।
বুয়েট চাইলে কিংবা কোনো ইনস্টিটিউট চাইলে তারা নিজেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ রাখতে পারে।? তাছাড়া বুয়েটে যেটা ঘটেছে সেটা হত্যাকাণ্ড রাজনীতি নয়।
এসময় প্রধানমন্ত্রীর বক্তব্যে ছাত্র রাজনীতির পক্ষে একাধিক উদাহরণ উঠে এসেছে। একইসাথে ছাত্র রাজনীতি বন্ধ করা হবেনা বলেও জানিয়ে দেন তিনি।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকাল গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।