জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত গ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন রকম সহযোগিতায় মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকরা।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সুবিধার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আরো ছিল ‘তথ্যপ্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র’, ‘সুপেয় পানির ব্যবস্থা’ আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ ও ‘ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম’।
ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে ক্যাম্পাসে ছাত্রদের সহযোগিতায় কাজ করতে দেখা যায়। সাথে তাদের অনুসারীরাও নিরলস পরিশ্রম করেন।
ছাত্রলীগের এমন সহযোগিতার ভূয়সী প্রশংসা করতে শোনা যায় অভিভাবকদের। লেকচার থিয়েটার ভবন, ক্যাম্পাস শ্যাডোতে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন অভিভাবক। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। বৃষ্টিস্নাত সকালে অনেকে ক্যাম্পাসে আসেন পরীক্ষার কিছুক্ষণ আগে। এতে আসন খুঁজে পেতে ঝামেলায় পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। আসন ও কেন্দ্র খুঁজে পেতে ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলে জানান তারা।
একজন অভিভাবক বলেন, ”ছাত্রলীগের নেতা কর্মীরা এরকম কাজ করে গেলে দেশ পরিবর্তন হওয়াটা সময়ের ব্যাপার। আর এটাই বঙ্গবন্ধুর আদর্শ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।