কুবি প্রতিনিধি : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার অফিস সহকারী কাম ডাটা প্রসেসর মনোয়ারা বেগমকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগও রয়েছে। যা সরকারি চাকরির বিধিমালা অনুসারে বিধিসম্মত নয়।
শনিবার (১৮ নভেম্বর) চাকরিচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী।
চাকরিচ্যুত হওয়া মনোয়ারা বেগম বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে কম্পিউটার কাম ডাটা প্রসেসর পদের বিপরীতে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দক্ষিণ জেলা যুব মহিলা লীগে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর বিধি- ২৫ এর উপবিধি-১ অনুসারে, ‘কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না। বাংলাদেশে অথবা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না।’
এছাড়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিতে তার বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে তার বাবার সাথে যোগাযোগ করলে তার বাবা আবুল খায়ের বলেন, ‘ছয়-সাত মাস আগে বিদেশ গিয়েছে। এখনো দেশের বাহিরে আছে। চাকরি থেকে অপসারণের কথা শুনেছি।’ তবে মনোয়ারা বেগমের বাবা চাকরি থেকে অপসারণ বিষয়ে কোন মন্তব্য করেননি।’
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৮৯ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক মনোয়ারা বেগমকে চাকরিচ্যুত করা হয়। এর আগে মনোয়ারা বেগম চলতি বছরের ২ এপ্রিল থেকে কোনো প্রকার ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ মে একবার কারণ দর্শানোর নোটিশ এবং ৩০ মে পুনরায় কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। কিন্তু কোনবারই মনোয়ারা বেগম জবাব না দেওয়ায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ)-তে বর্ণিত অসদাচরণ ও বিধি ৩ (গ)-তে বর্ণিত পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
মনোয়ারা বেগম বিদেশে থাকায় মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ই-মেইল করা হলেও তিনি সাড়া দেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী বলেন, ‘অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব দেননি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।