 আন্তর্জাতিক ডেস্ক : চীনে ছুরি নিয়ে হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে এ ঘটনা ঘটেছে। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : চীনে ছুরি নিয়ে হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে এ ঘটনা ঘটেছে। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসি জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আর সাতজন আহত হয়েছেন। লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান নামের একটি ছোট শহরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ হামলা চালানোর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একের পর এক ব্যক্তির ওপর ছুরিকাঘাত করছিলেন। আজ স্কুল বন্ধ থাকায় রক্ষা পাওয়া গেছে। না হলে এ হামলার শিকার হতো আরও অনেকে।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল আটটায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর মুখোমুখি হতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন। হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


