বিনোদন ডেস্ক : একজনের বয়স ৬, অন্যজনের ১৬। দু’জনের মধ্যে বয়সের ফারাক থাকলেও একটি বিষয়ে সহমত আরভ, নিতারা দু’জনেই। বুঝতেই পারছেন অক্ষয় কুমারের দুই সন্তান আরভ কুমার এবং নিতারার কথা বলা হচ্ছে।
সোমবার ৫২-তে পড়লেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। সম্প্রতি অক্ষয় কুমার বলেন, আরভ, নিতারা কেউই তাঁদের সঙ্গে ডিনারে বেরোতে চান না। ক্যামেরার ফ্ল্যাশ একেবারেই পছন্দ করে না নিতারা। ফলে বাবা-মায়ের সঙ্গে ডিনারে বের হলে ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মুখ লুকিয়ে রাখে বছর ছ’য়েকের মেয়ে।
অন্যদিকে আরভের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। জিম থেকে বেরনোর পর আরভকে দেখে ঘর্মাক্ত মনে হয়। আবার অনেক সময় আরভকে ক্লান্ত দেখায়। সংবাদ মাধ্যম তাঁদের দুই সন্তানকে নিয়ে এত বেশি কাটাছেড়া করতে শুরু করে, তা দেখে আরভ বাবা-মায়ের সঙ্গে কখনও বাইরে বের হতে চায় না বলে জানান অক্ষয়। অর্থাত আরভ এবং নিতারাকে নিয়ে বাইরে বের হলে, ক্যামেরার এত ফ্ল্যাশের বহর তাঁর পছন্দ নয় বলেও জানান অক্ষয়।
শুধু অক্ষয় নন, এর আগে কখনও কাজল কখনও সাইফ আলি খান কিংবা কখনও শাহরুখ কান, সন্তানদের উপর পাপারাতজির নজরদারি নিয়ে বিভিন্ন সময় তাঁরা মুখ খুলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।