স্পোর্টস ডেস্ক : নানা কারণে আলোচিত-সমালোচিত জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তবে, সবকিছু পেছনে ফেলে ক্রিকেটের পাশাপাশি দিব্যি সুখের সংসার করে যাচ্ছেন তিনি। ২০১৬ সালের শুরুর দিকেই অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলা।
বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে বাবা হলেন জাতীয় দলের এই পেসার। ছেলে সন্তানের মুখ দেখেছেন রুবেল-দোলা দম্পতি। মা এবং সন্তান দু’জনই সুস্থ আছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় রুবেল-দোলার প্রথম সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল হোসেন।
Advertisement
স্ত্রীর পাশে থাকতে ছুটি নেয়ার কারণে রুবেল ঢাকায় ক্রিকেটারদের দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না। ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে আফগানদের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্টের সিরিজ। ওই ম্যাচ উপলক্ষে এখনও চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।