ছেলেকে কোলে নিয়ে ভালোবাসা দিবসে ফের বিয়ে করলেন হার্দিক-নাতাশা!
স্পোর্টস ডেস্ক: তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে।
গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। এ সময় তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, ‘তিন বছর আগে আমরা যে শপথ নিয়েছিলাম তা এই দ্বীপে নবায়ন করলাম এবং ভালোবাসা দিবস উদযাপন করলাম। আমাদের ভালোবাসা উদযাপনের সঙ্গী হয়ে আশীর্বাদ করেছেন আমাদের পরিবার ও বন্ধুরা। এজন্য আমরা সত্যিই ধন্য।’

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। ১৩ তারিখ থেকে শুরু হওয়া বিয়ের আনুষ্ঠানিকতা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রসঙ্গত, ২০২০ সালের শুরুতে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে নাতাশাকে প্রোপোজ করেন হার্দিক। এরপর বাগদান সারেন তারা। করোনা মহামারিতে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। সে সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। তখনই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা।
রাস্তা থেকে গাছ সরাতে নেমে পরলেন মাশরাফি, জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



