‘৪১ বছর গান গেয়ে আনন্দ দিয়ে আমি স্বার্থক’
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার গত সোমবার (১৩ ফেব্রুযারি) রাতে কানাডায় টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের সাধারণ ভক্ত ও শ্রোতারা নিবিড়ের সুস্থতা কামনায় কৃতজ্ঞতা জানিয়েছেন কুমার বিশ্বজিৎ।
সোমবার এ দুর্ঘটনার পর বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় স্ত্রী নাঈমার সুলতানাসহ টরেন্টোয় গিয়ে পৌঁছান কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই তিনি জানেন সহকর্মী ও ভক্তরা নিবিড়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।
এ ব্যাপারে কুমার বিশ্বজিৎ বলেন, আমার কাছে মনে হচ্ছে, ৪১ বছর ধরে গান গেয়ে মানুষকে আনন্দ দিয়ে আমি স্বার্থক। যেভাবে সবাই আমার ছেলের জন্য দোয়া করেছেন, তাতে আমার মনোবল বেড়ে গেছে। সবাই যেমনটা দোয়া করেছেন তেমনই যেন হয়। তাদের কাছে আমার ঋণের শেষ নেই, সারাজীবন আমার মাথা নত থাকবে।
নিবিড়ের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, নিবিড়ের চিকিৎসার এখনও দুটো স্টেজ আছে। এই স্টেজগুলো পার করে আসতে পারলে, তখন বলবো শতভাগ সফল।
কুমার বিশ্বজিৎ বলেন, দুটো স্টেজের মধ্যে প্রথমটা শ্বাসপ্রশ্বাস ও দ্বিতীয়টা জ্ঞান ফিরে পাওয়া। ওর শরীরে ব্যথা আছে। বুধবার পাকস্থলীর একটা অস্ত্রোচার হয়েছে।
তিনি বলেন, নিবিড়ের অবস্থা এখন অপরিবর্তিত। তবে কোনো অবনতি নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।