জুৃমবাংলা ডেস্ক: খুলনা সিটি করপোরেশ নির্বাচনে ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন বৃদ্ধ ইউসুফ আলী (৭০)।
সোমবার (১২ জুন) সকালে ১৬ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।
বৃদ্ধ ইউসুফ আলী খুলনার সরদারপাড়া এলাকার বাসিন্দা।
ইউসুফ আলী জানান, আমি প্রায় এক বছর ধরে অসুস্থ। হাঁটতে পারি না। সারাক্ষণ আমার শরীর কাঁপে। বিবেকের দায়বদ্ধতা ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলের সঙ্গে কেন্দ্রে এসেছি।
ইউসুফ আলীর ছেলে রুবেল জানান, আমি আর বাবা একই কেন্দ্রের ভোটার। বাবা অসুস্থ থাকায় অনেক কষ্ট করে ভোট দিতে নিয়ে এসেছি।
মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত এসএম সাব্বির হোসেন (গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি)।
এ ছাড়াও ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।