Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সড়কে দুর্ঘটনার শিকার হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। তাই বলে ছেলের গাড়ির নিচে চাপা পড়ে মায়ের মৃত্যু!
আরব আমিরাতে এমন এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন এক নারী।
খালিজ টাইমস জানায়, শারজাহর মুওয়েইলাহ এলাকার একটি পার্কে এই ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী ছেলে গাড়ি পার্ক করার সময় ব্রেক চাপতে গিয়ে ভুলে এস্কেলেটর চাপে। তখন বাইরে অবস্থান করা তার মাকে দ্রুতবেগে আঘাত করে গাড়িটি।
দুর্ঘটনার শিকার ওই নারীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল ছেলে। পরিবারটি ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা। নিহত নারী পাঁচ সন্তানের মা বলে জানা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।