জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে ১০ ঘণ্টা পর মারা গেলেন বাবা। মৃতরা হলেন-বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬৬) ও তার ছেলে ইমরান তানিম (৩২)।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টায় ছেলে ও দুপুর দেড়টার দিকে বাবার মৃত্যু হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরের বীরগঞ্জ চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া নিবাসী মো. আমজাদ হোসেনের ছেলে এবং বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের ভাতিজা মো. ইমরান তানিম (৩২) বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মো. ইমরান তানিম এক ছেলে সন্তানের জনক।
বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আমজাদ হোসেন তার আপন ভাই ও মো. ইমরান তানিম তার ভাতিজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।