ছোট ছেলেকে জন্মদিনে লাল গাড়ি উপহার দিলেন শাকিব

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান। বর্তমানে অভিনেতার পেশা ও ব্যক্তি দুই জীবনেই বেশ টানাপড়েন চলছে তার। তবে সব বিতর্ক-সমালোচনার ঝড় সামলেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে অংশ নেন তিনি।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে পারিবারিক আয়োজনেই পালন করা হয় বীরের জন্মদিন। আর এই উপলক্ষে ছেলেকে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন এই অভিনেতা। সেই সঙ্গে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বীরকে শুভেচ্ছাও জানিয়েছেন শাকিব-বুবলী।

ছবি-ফেসবুক

এদিন শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় রাতে ঘরোয়া আয়োজনে বীরকে নিয়ে জন্মদিনের কেক কাটেন তারা। সেখানে বীরকে নিয়ে উপস্থিত হয়ে শাকিবের পরিবারের সঙ্গে ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপন করেন বুবলী।

জন্মদিনে ছেলেকে উপহারে দেওয়া শাকিবের গাড়িটি রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন বুবলী ও বীর।

আর সেই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন বুবলী লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

অভিনেত্রীর ওই পোস্টের নিচে বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেক নেটিজেনই এই জুটির প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন।

তাপসীর যে ছবিতে কাঁপছে নেটদুনিয়া