বলুন তো কোন বলি-অভিনেতার খুদেবেলার ছবি এটা?

হৃতিকের খুদেবেলার ছবি

বিনোদন ডেস্ক : বলিউডের হ্যান্ডসাম হাঙ্কদের তালিকায় সবার আগে নাম আসে এই তারকার। চুটিয়ে কাজ করছেন তিনি বলিউডে। সেই ২০০০ সালে সিনেমায় হাতেখড়ি। তারপর থেকে একপ্রকার রাজ করেছেন বলা চলে। যদিও সিনেমার জগতে পা রাখা খুব ছোট বয়সে। ১৯৮০ সালে আশা দিয়ে।
হৃতিকের খুদেবেলার ছবি
দেখুন তো এই ছবিখানা দেখে চিনতে পারছেন কি না? আজ্ঞে ঠিকই ধরেছেন। খুদে বয়সের ওই ছেলেটি হৃতিক রোশন। বলিউডের গ্রিক গড বলা হয় যাকে। সেই ‘কহোনা প্যায়ার হ্যায়’ দিয়ে পথ চলা শুরু। এরপর কৃশ, কাইটস, কাভি খুশি কাভি গম, জিন্দেগি না মিলেগি দোবারা, গুজারিশের মতো সিনেমা উপহার দিয়েছেন।

আপাতত হৃতিকের ‘বিক্রম বেদা’ মুক্তির অপেক্ষায়। যে ছবিতে তিনি জুটি বেঁধেছেন সইফ আলি খানের সঙ্গে প্রথমবার। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমা। ট্রেলার নিয়ে মাতামাতি এখন থেকেই। আশা করা যাচ্ছে, হৃতিকের এই সিনেমাও বলিউডে ধামাল করবে।

তবে ছবির খবরের পাশাপাশি নতুন সম্পর্কের কারণেও খবরে আছেন হৃতিক। সুজানের সঙ্গে বিয়ে ভাঙার পর ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন, নাম সাবা আজাদ। ‘হাঁটুর বয়সী’ মেয়ের সঙ্গে প্রেম করার জন্য আজকাল তাঁকে প্রায়ই পড়তে হচ্ছে সমালোচনার মুখে। খবর রয়েছে খুব জলদি নাকি বিয়েও করবেন।

এরপর তাঁকে দেখা যাবে ফাইটার ছবিতে। যেখানে তাঁকে প্রথমবার দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে। সেই ছবিতে রয়েছেন অনিল কাপুরও।

শিক্ষিকার রাগ ভাঙানোর চেষ্টায় খুদে পড়ুয়ার কাণ্ড