আয় কম নয় ছোট পর্দার জনপ্রিয় তারকাদের
বিনোদন ডেস্ক : দর্শক টানতে অনেক টেলিভিশন চ্যানেলেই নিয়মিত বিভিন্ন রিয়্যালিটি শোয়ের আয়োজন হয়। আমাদের দেশের তুলনায় পাশের দেশ ভারতে এটা যেন একটু বেশি। জনপ্রিয় অনেক তারকাকেই দেখা যায় রিয়্যালিটি শোতে। এসব শোয়ের জন্য তারা দৈনিক পেয়ে থাকেন মোটা অংকের পারিশ্রমিক। ‘কমেডি কিং’খ্যাত কপিল শর্মা ছোট পর্দায় পারিশ্রমিকের দিক থেকে সবার থেকে এগিয়ে আছেন। ভারতের অন্যতম জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’। বলা যায়, পুরো শো কপিল শর্মা নিজেই মাতিয়ে রেখেছেন। হু হু করে বেড়েছে এর জনপ্রিয়তা। আর এর সঙ্গে বেড়েছে কপিল শর্মার পারিশ্রমিক। এর প্রতিটি পর্বের জন্য কপিল ৫০ লাখ রুপি নিয়ে থাকেন।
একসময় কপিল শর্মার সঙ্গেই দ্য কপিল শর্মা শোতে থাকতেন অভিনেতা সুনীল গ্রোভার। ‘কমেডি নাইটস উইথ কপিল’ শোয়ে গুত্তি চরিত্রে সুনীল রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। আর এর জন্য তিনি ১০-১৩ লাখ রুপি পারিশ্রমিক নিতেন। অন্যদিকে কমেডি কুইন ভারতী সিংহের পারিশ্রমিকও কম নয়। কপিলের শোয়ে নিয়মিত দেখা যায় তাকে। আর প্রতি পর্বের জন্য ভারতী ১০-১২ লাখ রুপি নিয়ে থাকেন।
রিয়্যালিটি শোয়ের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও বড় অংকের পারিশ্রমিক পান তারকারা। এতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের কাতারে রয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র প্রধান চরিত্রে দেখা যায় রূপালীকে। আগে প্রতি পর্বে দেড় লাখ রুপি পারিশ্রমিক নিলেও বর্তমানে জনপ্রিয়তা বাড়ায় সেটি এখন ৩ লাখে এসেছে। বলিউড অভিনেতা রণিত রায়ের পারিশ্রমিকও কম নয়। সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও নিয়মিত কাজ করছেন এ অভিনেতা। টিভিতে প্রতি পর্বের জন্য রণিত ১ লাখ ২০ থেকে ৫০ হাজার রুপি নিয়ে থাকেন।
ভারতীয় টেলিদুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। কাসাম সে ধারাবাহিকের পর ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ থেকে তার জনপ্রিয়তা যেন আরো বেড়ে গেছে। প্রতি পর্বে অভিনয়ের জন্য ১ লাখ ২৫ হাজার রুপি নিয়ে থাকেন তিনি। ধারাবাহিক টিভি শোতে পরিচিত মুখ অভিনেতা করণ প্যাটেল। পারিশ্রমিকও পর্বপ্রতি ১ লাখ ২৫ হাজার রুপি। প্রযোজক একতা কাপুরের ‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সাক্ষী তানওয়ার। এরপর ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন তিনি। এ অভিনেত্রী প্রতি পর্বের জন্য ১ লাখ ২০ হাজার রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।