বিনোদন ডেস্ক: আগামী ২৯ জুলাই মুক্তি পাবে চঞ্চল চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘হাওয়া’। এর আগে ঈদ উপহার হিসেবে প্রথম গান ‘তুমি বন্ধু কালা পাখি’ প্রকাশ্যে এসেছে। যা ইতোমধ্যে ছোট-বড় সকলের মুখে মুখে।
ইমন চৌধুরীর সুরে ‘তুমি বন্ধু কালা পাখি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু। গানটির কথা ও সংগীতায়োজন করেছেন হাশিম মাহমুদ। গানটি নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘গানটা শুনে অনেক দিন পর মনটা আমার জুড়িয়ে গেল। কি মধুর কণ্ঠ, কি মধুর বাজনা, মধুর নাচ। সত্যিই অসাধারণ।’
আরেকজন লিখেছেন, ‘অসাধারণ সৃষ্টি। ছোট-বড় সবার মুখে মুখে রটে গেছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি…। শুভকামনা।’
অন্যজন লিখেছেন, ‘গানটি প্রকাশের পর থেকে শুধু শুনেই যাচ্ছি। ভালোবাসা একটুও কমছে না।’
গানটির কারিগরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একজন লিখেছেন, ‘গানটা আমার কাছে অসাধারণ লেগেছে। যারা এ গান তৈরিতে মেধা খাটিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।’
এদিকে গত শুক্রবার (১৫ জুলাই) গানটি কণ্ঠে তুলেন চঞ্চল চৌধুরী ও তার ছেলে শুদ্ধ। হারমোনিয়াম বাজিয়ে গাওয়া গানের ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন অভিনেতা। বাবা-ছেলের গাওয়া গানটিও শ্রোতাদের মন কেড়েছে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। প্রকাশের পরপরই গানটি ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, মাঝ সমুদ্রে আটকেপড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি ও এক রহস্যময় বেদেনি তরুণীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে। সেই তরুণীটিকে ঘিরে ধীরে ধীরে বাড়তে থাকে রহস্য। সে কি মানবী নাকি দেবী, এই চিন্তায় পড়েন মাঝিরা!
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলের মতো শিল্পী। তবে সবাইকে ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে নাজিফা তুষিকে ঘিরে। অবশ্য চমক আছে চঞ্চলের চরিত্রেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।