গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির উঠোনে থাকা পানির রিজার্ভ ট্যাংকে পড়ে হাসান আলী (৩০) ও হাবিবুর রহমান (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মিন্টু মিয়া নামে আরেক যুবক।
সোমবার (১৯ এপ্রিল) উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হাবিবুর বাথরুমে যান। পরে সেখান থেকে ফেরার সময় হঠাৎ পানির ট্যাংকে পড়ে যান হাবিবুর। এ সময় তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন হাসান ও প্রতিবেশী মিন্টু। পরে ট্যাংকের মধ্যে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এ তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।