বিনোদন ডেস্ক : বেড়েছে শীতের তীব্রতা। উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষের জীবনযাপন খুব কঠিন হয়ে পড়েছে। শীতের এই সময় কিভাবে পার করছেন, পাশাপাশি শৈশবের শীতের স্মৃতিচারণা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
শনিবার বাড়ি যাব। ভোট দেওয়ার জন্যই এবারের যাওয়া। আগে থেকে ফোন দিয়ে জেনে নিয়েছি শীতের পরিস্থিতি। সেভাবে প্রস্তুতিও নিয়েছি। শুনলাম সূর্যের দেখা পেতে দুপুর গড়িয়ে যায়। শীতের কাপড়-চোপড় বেশি করে নেব। দেখি কী হয়! এই সময় বাড়ি যাওয়া মানে তো শীতের সঙ্গে যুদ্ধ করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।