বিনোদন ডেস্ক : দুই পরিবার আর তাদের মধ্যের বৈরিতা, নাকি প্রেম? রাম আর লীলার প্রেমের গল্পে মজেছিল বলিউড। রিল লাইফ জুটি বর্তমানে বলিউডের এক নম্বর রিয়েল লাইফ জুটি। ‘রামলীলা’ (RamLeela) ছবিতে নজর কেড়েছিল দীপিকা পাড়ুকোনের অভিনয়।
২০১৩ সালের সেই ছবির একটি কথোপকথনের অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন রণবীর। কিন্তু দীপিকা নয়, তাঁর গলার সঙ্গে ঠোঁট মিলিয়ে নিখুঁত অভিনয় করে যাচ্ছে লাল পোশাক পরা এক কিশোরী!
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নেন রণবীর। সেখানে দেখা যাচ্ছে, প্রায় দীপিকা পাড়ুকোনের মত সাজ পোশাকে বসে এক কিশোরী। নিখুঁত অভিনয়ে সে দীপিকার বলা কথাগুলির সঙ্গে তাল মিলিয়ে বলে চলেছে কথা। ভিডিও শেয়ার করে রণবীর লিখেছেন, ‘লীলার মত কেউ নেই। দীপিকা, তোমার ছোট সংস্করণকে একবার দেখো। ওর অভিব্যক্তিগুলো দারুণ, ছোট্ট দীপিকা।’
Leela jaisi koi nahi! 😄
Check out this mini version of you! @deepikapadukone
Love the expressions! ❤️ #chotideepika pic.twitter.com/sY3Pa692CG— Ranveer Singh (@RanveerOfficial) February 9, 2022
সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ‘এইট্টিথ্রি’। বলিউড তারকা দম্পতিদের মধ্যে যাঁরা আলোচনায় থাকেন, তাঁদের মধ্যে অন্যতম রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের জুটি। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন, এই তারকা দম্পতির রসায়ন চোখে পড়ার মতো। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-দীপিকা। পর্দাতেও যেমন তাঁদের রসায়ন, পর্দার বাইরেও। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন এই তারকা দম্পতি। দুই তারকাই পেশাগত পোস্টের বাইরে ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি অনুরাগীদের সঙ্গে সেখানে ভাগ করে নেন।
সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছিল রণবীর-দীপিকা জুটিকে। হাতে হাত ধরে বিমানবন্দরে দেখা গেল তাঁদের। নতুন বছর পড়তেই ছুটি কাটাতে অন্যত্র উড়ে গিয়েছিলেন তাঁরা। বেশ লম্বা ছুটি কাটিয়ে সদ্যই তাঁরা মুম্বই ফিরেছেন। মুম্বই ফিরে বিমানবন্দরে একে অপরের হাত ধরে হেঁটে আসতে দেখা যায় রণবীর-দীপিকাকে। বিমানবন্দরেও দুই তারকার রসায়ন নজর কাড়ে পাপারাজ্জিদের। প্রসঙ্গত, নতুন বছর পড়ার আগেই মুক্তি পেয়েছে ‘এইট্টি থ্রি’। এই ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে কপিল দেবের স্ত্রীর চরিত্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।