Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইলোইসি রেনেইয়ার্ড তার আদরের বিড়ালটিকে মিস্টার মাগলস নামে ডাকতেন। ২০১৪ সালের বসন্তে ইংল্যান্ডে সাফোক কাউন্টির বাড়ি থেকে বিড়ালটি হারিয়ে যায়। দীর্ঘ ৬ বছর পর বিড়ালটিকে ফেরত পেয়েছেন রেনেইয়ার্ড। ওই সময় রেনেয়ার্ডের বয়স ছিল ১৮।
ইলোইসি রেনেইয়ার্ড বলেন, মিস্টার মাগলস ছিল আমার ছায়ার মতো। সবসময় আমার সঙ্গে থাকতো।
হারিয়ে যাওয়ার সময় ৩ বছরের মাগলস বেশ হৃষ্টপুষ্ট ছিল। এখন অনেক শুকিয়ে গেছে। শরীরে হাড় দৃশ্যমান। শরীরে বয়সের ছাপ পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর মাগলসের ছবি দেখেন রেনেইয়ার্ড। এত বছর পর মালিক ও পোষ্যের সাক্ষাৎ হলেও কেউ কাউকে চিনতে কষ্ট হয়নি। বাড়ি ফেরার পর বিড়াল সোজা তার কোলে উঠে পড়েছিল। খানিকক্ষণ দুষ্টুমি করে ঘুমিয়ে পড়ে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।