আগামীকাল প্রথমবারের মতো হতে যাচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নতুন সাজে সেজেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়েছে উৎসবের রঙ। সমাবর্তনে যোগ দেবেন ১৮ হাজারের বেশি গ্রাজুয়েট। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ কলেজ; সময়ের পালাবদলে এটি এখন বিশ্ববিদ্যালয়। যার কার্যক্রম চালু হয় ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে।
এতোদিনের পথচলায় কেউ সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন; কেউবা প্রায় এক দশক আগে। প্রথম সমাবর্তন ঘিরে তাদেরই রঙের ছটা এখন পুরো ক্যাম্পাসে।
এরই মধ্যে বিভাগ থেকে সমাবর্তন গাউন, টুপিসহ বিভিন্ন উপহারসামগ্রী পেয়েছেন শিক্ষার্থীরা। তাইতো নানা ভঙ্গিমায় ফ্রেমবন্দি করতেও ভুল করছেন না অনেকে। কেউ কেউ শেয়ার করছেন নিজেদের যাপিত-জীবন।
উপাচার্য বলছেন, একসাথে এতো শিক্ষার্থীর আয়োজন হলেও, কোনো ঘাটতি নেই। চেষ্টা থাকবে ভবিষ্যতে প্রতিবছরই সমাবর্তন করার।
পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে মূল অনুষ্ঠান। এতে যোগ দেবেন আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন পদার্থ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার বসাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।