ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব গণভোট নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি বলেন, অনেকেই জানতে চাইছেন—গণভোটে দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর বিস্তারিত জনগণ বুঝতে পারবে কি না।

তিনি লিখেছেন, জনগণ যদি মনে করে সংস্কার প্রস্তাব নিয়ে তাদের খুব মাথা ঘামানোর প্রয়োজন নেই এবং এটি ‘বুদ্ধিমান’ লোকেরা পার্লামেন্টে গিয়েই ঠিক করবে—তাহলে তারা ‘না’ ভোট দেবে।
ড. গালিবের মতে, জনগণ যদি মনে করে সাধারণ মানুষের বুদ্ধি ও পার্লামেন্টে যাওয়া লোকদের বুদ্ধি একই রকম, তাহলে ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দেবে। আবার যদি মনে করে জুলাইয়ের মধ্য দিয়ে যে সংস্কারের উদ্যোগ এসেছে তা একটি ভালো কাজ এবং ড. ইউনূসের সরকারের প্রতি আস্থা থাকে, তাহলেও তারা ‘হ্যাঁ’ ভোট দিতে পারে।
তিনি আরও বলেন, জামায়াত, এনসিপি, এবি পার্টি—এরা যেহেতু পুরোপুরি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের প্রতি আস্থা থাকলেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দেবে। বিষয়টি নিয়ে অতি জটিলভাবে ভাবার কিছু নেই বলেও মন্তব্য করেন ড. মির্জা গালিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



