
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় কাউন্সিলরদের জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করতে বলেছেন, যাতে করে তাদের ম্যান্ডেট নিয়ে জনসেবা অব্যাহত রাখতে পারেন। খবর ইউএনবি’র।
তিনি বলেন, ‘(আওয়ামী লীগের নেতৃত্বে) বাংলাদেশ অনেক এগিয়েছে। আমাদের আরও এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের দলকে আরো শক্তিশালী করতে হবে এবং আমাদের জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় দিনের সম্মেলনে আগামী তিন বছরের জন্য নিজেদের নেতা নির্বাচনের জন্য ৭৯টি সাংগঠনিক জেলার প্রায় সাড়ে সাত হাজার আওয়ামী লীগ সদস্য অংশ নেন।
শেখ হাসিনা বলেন, সাধারণত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। ‘তবে আমরা এটা পেরেছি। আমরা জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি।’
এ প্রেক্ষিতে, দলীয় কাউন্সিলরদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে এবং আমরা যেন দেশের সেবা করে যেতে পারি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আ.লীগ দেশের স্বাধীনতা এনেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সংকটে এবং দেশের মানুষের ভাগ্য বদলে আওয়ামী লীগের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।