জনগণের হারানো ভোটাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ: হুইপ স্বপন

ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘জনগণের হারানো ভোটাধিকার নিশ্চিত করেছে দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রাচীনতম দল আওয়ামী লীগ।’

আজ (২ অক্টোবর) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ক্ষেতলাল উপজেলার মামুদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে হুইপ স্বপন তৃণমূলের জনসাধারণের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘জেগেছে জনতা জেগেছে দেশ শেখ হাসিনার নেতৃত্বে গড়বো স্মার্ট বাংলাদেশ’।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে সরকার কাজ করছে।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরনবী চৌধুরী রতন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিঠু, সাংগঠনিক সম্পাদক এস এম মোরশেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবু মুছা আশারী কিংসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।