জনপ্রিয় হয়ে উঠছে ফসলের পোকা দমনে পারর্চিং পদ্ধতি

জুমবাংলা ডেস্ক: কীটনাশক না প্রয়োগ করে জমির ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষার প্রাকৃতিক উপায় `পারর্চিং’ বেশ জনপ্রিয় হয়ে উঠছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বিনা পয়সায় ও কীটনাশক প্রয়োগ ছাড়াই এই পদ্ধতিতে পোকা দমন হওয়ায় উৎপাদিত খাদ্য শস্য যেমন মানব দেহের জন্য নিরাপদ, তেমনি ফসলের উৎপাদন ব্যয় কমে আসছে। ফলে এ পদ্ধতির দিকে ঝুঁকে পড়ছেন এ উপজেলার কৃষকরা।

চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার বিভিন্ন অঞ্চলে মাঠের পর মাঠ পোকা-মাকড়ের হাত থেকে ফসল রক্ষায় পার্চিং পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে।

কৃষি বিভাগ ও কৃষকরা জানান, ফসলি জমিতে পাঁচ থেকে সাত গজ দূরত্বে মরা গাছের ডালপালা, বাঁশের কঞ্চি দ্বারা আড় তৈরি করে পাখিদের বসার ব্যবস্থা করে দিতে হয়। পাখি এই আড়ের উপর অথবা গাছের ডালে বসে ফসলের ক্ষতিকর কীট-পতঙ্গ শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে পাখিরা খাবার হিসেবে ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে। ফলে প্রাকৃতিক নিয়মেই দমন হচ্ছে ফসলের ক্ষতিকারক পোকা। এতে একদিকে কীটনাশক প্রয়োগ না করায় পোকা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে পার্চিং পদ্ধতি। অন্যদিকে বালাই ও কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা খরচের হাত থেকে রক্ষা পাচ্ছে দেশ।

ফাইল ছবি

উপজেলার সাপামারা ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক পবন চন্দ্র বলেন, ‘আগে ফসল চাষাবাদের সময় পোকাদমনে কীটনাশক প্রয়োগ করতাম। কিন্তু এখন কীটনাশকের বদলে ধানক্ষেতসহ অন্যান্য ফসলি জমিতে পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার করছি। এতে সবদিক থেকেই বেশ সুফল পাচ্ছি।’

একই ইউনিয়নের নরেঙ্গাবাদমেরী গ্রামের বাবলু মিয়া জানান, পারচিং পদ্ধতি একটি সহজ কাজ। এতে খুব বেশী টাকা-পয়সা খরচ হয় না। অথচ, মাজরা পোকার মথ, পাতা মোড়ানো মথ ও ক্ষতিকারক পোকা সহজেই দমন হয়। এই পদ্ধতিতে ফসলের ক্ষতিকারক পোকার বংশবৃদ্ধি রোধ করাও সম্ভব। এতে যেমন ফসলের উৎপাদন খরচ কমে যায়, অন্যদিকে ফসলের গুণগত মানও অক্ষুন্ন থাকে।

শিবপুরের কৃষক জহুরুল ইসলাম বলেন, ‘অর্থ ব্যয় করেও বাজারের অনেক ভেজাল কীটনাশকের কারণে পোকা দমনে তেমন ফল আসত না। এখন খরচবিহীন, পরিবেশ বান্ধব প্রাকৃতিকভাবে পোকা দমন হওয়ায় পারর্চিং পদ্ধতি এই এলাকায় বেশ জনপ্রিয়তা লাভ করছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, ‘অন্যান্য ফসলের পাশাপাশি ধানক্ষেতে পার্চিং পদ্ধতিতে পোকা দমন খুবই কার্যকর পদ্ধতি। এতে কৃষকরা অতিরিক্ত খরচ ছাড়াই তাদের উৎপাদিত ফসল পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারে। পাশপাশি অতিরিক্ত কীটনাশক প্রয়োগে ফসলের গুনগত মান ক্ষুন্ন হওয়ার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় পার্চিং নামের প্রাকৃতিক এ পদ্ধতিটি ভীষণ কার্যকর।’

ধানের চেয়ে কম পরিশ্রম ও বেশী লাভ: ঘোড়াঘাটে ভুট্টা চাষে নিরব বিপ্লব