বিনোদন ডেস্ক: বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। এই ধারাবাহিকের প্রধাণ চরিত্রাভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ছাড়াও অন্য চরিত্রগুলিও দর্শকদের কাছে জনপ্রিয়। এই অভিনেতা-অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তাঁরা প্রায়ই নিজেদের নানান ছবি, শুটিংয়ের মজার মূহুর্ত ইত্যাদি ভক্তদের সাথে ভাগ করে নেন। সেইরকমই ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha) বা ধারাবাহিকের নীপা এবং তন্বী লাহা রায় (Tonni Laha Roy) বা ধারাবাহিকের তোর্সা একসাথে নেচে একটা ভিডিও পোস্ট করলেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।

আশা ভোসলের গাওয়া ‘মুঝকো হুয়ি না খবর’ (Mujhko Hui Na Khabar) গানে তাঁরা দুজনে খুব ক্যাজুয়ালি নাচছেন এই ভিডিওটিতে। ঐন্দ্রিলা সবুজ কালো ফ্রক ও তার উপরে সাদা শার্ট পরেছিলেন। আর তন্বী সাদা একটি ফ্রক পরেছিলেন। দুজনে ফ্ল্যাট বাড়ির নিচের বাগানে একসাথে নেচেছেন। দুজনকেই দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর নাচের সময় তাঁদের অভিব্যক্তি এবং সিনক্রোনাইজেশন ছিল দারুণ।
প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালে এই দুই অভিনেত্রী হলেন ননদ-বৌদি। নীপা হলেন মিঠাই সিরিয়ালের মোদক পরিবারের ছোট মেয়ে। আর সিডের বোন। আর তোর্সা হলেন এই সিরিয়ালের খলনায়িকা। তোর্সা সিডকে ভালবাসতো। দুজনে ভাল বন্ধু ছিল। সিডকে বিয়ে করার অনেক চেষ্টাও করেছিল। কিন্তু শেষপর্যন্ত সিড বিয়ে করতে পারেনি।
পরে তোর্সা সিডের দাদাকে বিয়ে করে। অর্থাৎ মিঠাই ধারাবাহিকে ঐন্দ্রিলা ও তন্বী হলেন ননদ-বৌদি। ভিডিওতে ঐন্দ্রিলা ও তন্বীর নাচ দেখে দর্শকরা ভীষণ খুশি। তাঁরা প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



