বিনোদন ডেস্ক : ২৬ বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকীর বোন সায়মা তামশী সিদ্দিকী। দীর্ঘ আট বছর ধরে ক্যান্সারে সঙ্গে লড়াই করে, শনিবার তিনি পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সায়মার মৃত্যুর সংবাদটি অভিনেতার ভাই আয়াজউদ্দিন সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন যে সায়মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন নওয়াজউদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।
Advertisement
গত বছর সোশ্যাল মিডিয়াতে নওয়াজুদ্দীন সিদ্দিকী এক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছিলেন যে সায়মা ১৮ বছর বয়স থেকে ক্যান্সারে আক্রান্ত। তিনি লিখেছিলেন, আমার বোন ব্রেস্টক্যান্সারে আক্রান্ত ছিল ১৮ বছর থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।