প্রিন্স ব্র্যান্ডন ব্রসনান একজন জনপ্রিয় আইরিশ অভিনেতা ও ফিল্ম প্রডিউসার। এই সেলিব্রেটির ১ম স্ত্রী মারা যাবার ঘটনায় তিনি ভীষণ ভেঙ্গে পড়েছিলেন। তার ভালোবাসার জীবন উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। প্রিন্স ব্রসনানের ভালোবাসার টাইমলাইনের চমৎকার সব কাহিনি নিয়ে আজ আলোচনা করা হবে।
১৯৮০ সালে তিনি জনপ্রিয় অস্ট্রেলিয়ান তারকা কাসান্ড্রা হ্যারিসকে বিয়ে করেন। তবে হ্যারিস ১৯৯১ সালে মারা যান। হ্যারিস দুনিয়াতে এক পুত্রসন্তান রেখে যান। হ্যারিসের মৃত্যু মেনে নেওয়া ব্রসনানের পক্ষে অনেক কঠিন ছিলো। তার জীবন বদলে গিয়েছিলো যখন পার্টনার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
হ্যারিস মারা যাওয়ার পর মার্কিন অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ত্ব ক্যালি স্মিথের সাথে তার পরিচয় হয়। ১৯৯৪ সালে তাদের মধ্যে ডেটিং শুর হয়। ৩ বছর ডেটিং এর পর ১৯৯৭ সালে তাদের ১ম সন্তানের জন্ম হয়। ২০০১ সালে তাদের ২য় সন্তান প্যারিস বাকেটের জন্ম হয়।
২০০১ সালে আয়ারল্যান্ডে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। এরপর লম্বা সময় ধরে তাদের বৈবাহিক জীবন ছিলো স্বপ্নের মত। ২০১৮ সালে তারা এক ইন্টারভিউতে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রিন্স ব্রসনান বিশ্বাস করেন যে, মানুষের নিজেদের হৃদয়কে অনুসরণ করা উচিত।
ব্রসনান আরও বলেন, সঠিক মানুষ যেন আপনার জীবনসঙ্গী হতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে। সবথেকে সেরা মানুষের সাথেই আপনাকে সম্পর্ক করতে হবে। জীবনে শক্ত মানসিকতার নারীর প্রয়োজন আছে।
অন্যদিকে স্মিথ তার স্বামীর অনেক প্রশংসা করেন। তিনি প্রিন্স ব্রসনানকে একজন চমৎকার মানুষ হিসেবে বর্ণণা করেন। এপ্রিল ২০২১ এ তারা বিবাহ বার্ষিকী পালন করেন। এপ্রিল ২০২২ এ তারা এক পোস্টে জানান যে, ২৮ বছর ধরে তারা একসাথে আছেন। অতীতের সব স্মৃতি তারা স্মরণ করছেন।
সর্বশেষ সেপ্টেম্বরে তারা পুনরায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ১ম স্ত্রী হ্যারিস মারা যাওয়ার পর প্রিন্স ব্রসনান হয়তো ভাবতে পারেননি যে তিনি জীবনে দ্বিতীয় বারের মতো ভালোবাসা খুঁজে পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।