বিনোদন ডেস্ক : সিনেমার রঙিন দুনিয়ায় চারটি ভাষার ইন্ডাস্ট্রিতে খ্যাতি পাওয়া তারকার সংখ্যা খুবই কম। সেই স্বল্পসংখ্যক তারকারই একজন দুলকার সালমান। ভাষার দক্ষতা যার খ্যাতির অন্যতম একটি কারণ। বর্তমানে মালয়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমাজগতে শৈল্পিক বা বাণিজ্যিক-দুই ঘরানাতেই তার সাফল্যের পারদ ঊর্ধ্বমুখী। পাচ্ছেন জাতীয় হার্টথ্রব উপাধিও। কিন্তু এখানে আসতে বেশ দীর্ঘ পথই পাড়ি দিতে হয়েছে সীতা রামামের অভিনেতাকে।
সবসময় দুলকার সেই পথই বেছে নিয়েছেন, যেখানে অন্যরা খুব একটা পা বাড়াননি। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিখতে চেয়েছেন আর সেভাবেই ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলেছেন। এর শুরুটা হয়েছিল চেন্নাইয়ের শিস্যা স্কুলে পড়ার সময়, তখন স্কুলে যত অভিনয় বা নাচের আয়োজন হতো, তাতে অবশ্যই থাকত দুলকারের নাম। পরবর্তী সময়ে কর্মজীবনের শুরুতে দুবাইয়ে কাটানো তিনটি বছরে তিনি গড়ে তোলেন কনস্ট্রাকশন কোম্পানি। সেটাও একটা শিক্ষাই ছিল বটে। দুলকার জানান, তখন পেমেন্টের জন্য, চুক্তির জন্য আর শ্রমিক নিয়োগের জন্য ধৈর্য ধরতে শিখেছি। এরপর ধৈর্য ধরতে শিখেছেন ক্যামেরার দুটি শটের মধ্যে অপেক্ষা করার সময়ে।
ছোট ছোট মুহূর্ত আর সুযোগকে কখনো হাতছাড়া করেননি দুলকার, সেই ছোট্টবেলা থেকেই স্কুলে থাকতে শর্ট ফিল্ম বানানো শুরু করেন। তারপর সিদ্ধান্ত নেন নিজের অভিনয় দক্ষতা ঝালিয়ে নেয়ার। কারণটা দুলকারের কথাতেই শোনা যাক-“বয়স যখন ৪০ হয়ে যাবে, তখন কিছু না করার জন্য অনুশোচনা করতে চাই না। সে কথাই কোনো এক শুক্রবারে আমার পরিবারকে জানিয়ে দিলাম। বোন অনলাইনে খোঁজ নিয়ে বলল, সোমবার থেকে মুম্বাইয়ে ব্যারি জন’স অ্যাক্টিং স্কুল শুরু হচ্ছে। সেবারই ফ্লাইট ধরে অভিনয়ের পথে এগোনো শুরু হলো।”
বাবা অভিনেতা ও পরিচালক মামুত্থি বলেই দিয়েছিলেন, তোমার সঙ্গে যেতে বা তোমার হয়ে অভিনয় করতে আমি পারব না। তাছাড়া ওখানে অনেকেই থাকবে যারা আমার কারণে তোমার সমালোচনা করবে, দুটির জন্যই তোমাকে প্রস্তুত থাকতে হব।
টানা তিন মাসের প্রশিক্ষণের পর বড় পর্দার জন্য তৈরি হন দুলকার। ছোট ছোট সমস্যা অতিক্রম করে নিজেকে ঠিকঠাক গড়ে নেয়ার কোনো সুযোগ হাতছাড়া করেননি দুলকার। যেমন একসময় জনসমক্ষে কথা বলার ক্ষেত্রে খুবই দ্বিধায় পড়ে যেতেন। সমস্যা কাটাতে ইন্ডিয়ানার পারডু ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্টে অনার্স করার সময় জনসমক্ষে কথা বলার একটি কোর্সই করেন তিনি। তিনবারের চেষ্টায় মনমতো গ্রেডও পান। এভাবেই নিজের ব্যক্তিত্বের বিকাশ নিয়ে প্রস্তুতি পর্বেই সচেতন ছিলেন দুলকার।
তবে দুলকারের বেড়ে ওঠার ক্ষেত্রে শাহরুখ খানের প্রভাবও রয়েছে। চেন্নাইয়ে শাহরুখ খানের সিনেমা দেখেই বড় হয়েছেন দুলকার। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখা থেকে শুরু করে কাল হো না হোর টিকিটও ব্ল্যাকে কেনার ইতিহাস রয়েছে তার। শাহরুখের রোমান্টিক অবতারই তো পুরো প্রজন্মের প্রেম বিষয়ে ধারণা বদলে দিয়েছে, আর তাদেরই একজন সালমান দুলকার।
জীবনের নানা সময়ে নানা কিছু শিখেছেন সালমান। সেখান থেকে পাওয়া শিক্ষাগুলো প্রয়োগ করেছেন একের পর এক সিনেমায়। আবার সিনেমায় শুধু নিজের চরিত্রের ওপরই নয়, নজর রেখেছেন অন্যদের অভিনয়ের ওপরও। এরই মধ্যে সিনেমাজগতে ১০টি বছর কাটিয়ে ফেলেছেন দুলকার, অভিনয় করেছেন ৪৫টি সিনেমায়। বর্তমানে ভারতের সিনেমাজগতের সবচেয়ে ব্যস্ত তারকাদের একজন তিনি। বেশ ঝুঁকি নিয়ে হলেও অনেক ভালো ভালো শৈল্পিক কাজে নিজেকে যুক্ত করছেন এ তারকা। করছেন ভিন্ন চরিত্রে অভিনয়।
এ বছরেই তিনি একশ আশি ডিগ্রি দূরত্বের একাধিক চরিত্রে অভিনয় করেছেন স্যালুট সিনেমায় (মালয়ালাম) তাকে দেখা গিয়েছে এক সমস্যাগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে, হেই সিনামিকায় (তামিল) তার চরিত্র একজন রোমান্টিক হিরোর, আর অন্যদিকে সীতা রামামে (তেলেগু) অভিনয় করেছেন ১৯৬৫ সালের যুদ্ধের সময়ে পাকিস্তানে আটকে থাকা এক সেনা সদস্যের চরিত্রে। সম্প্র্রতি মুক্তি পেয়েছে দুলকার সালমানের তৃতীয় হিন্দি সিনেমা চুপ: দ্য রিভেঞ্জ অব দি আর্টিস্ট। এতে তার চরিত্র একজন রহস্যময় ফুল বিক্রেতার, যিনি আবার গুরু দত্তের ভক্ত। আলোচনা-সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে বেশ সাফল্যের সঙ্গে ব্যবসা করেছে সিনেমাটি। চুপ মুক্তি পাওয়ার মাত্র দুদিনের মাথায় মালয়ালম পিরিয়ড ড্রামা কিং অব কথার শুটিং শুরু করেন। এখানে তিনি একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন। তার প্রথম স্ট্রিম হওয়া সিরিজও হবে হিন্দি ভাষায়। রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকের ওই সিরিজের নাম হবে গানস অ্যান্ড গুলাবস।
চুপের পরিচালক আর বালকি মনে করেন, ৩৬ বছর বয়সী এ অভিনেতার সামনে অনেক লম্বা ক্যারিয়ার পড়ে আছে। সে খুবই সতেজ, আধুনিক ও ক্যামেরার সামনে ক্যাজুয়াল। দুলকারের সরল মুখে করা পাগলামিগুলোও দেখতে ভালো লাগে। পরীক্ষা-নিরীক্ষার প্রতি দুলকারের ভালোবাসার কারণে আরো অনেক ভাষা, ইন্ডাস্ট্রি ও প্লাটফর্মে তিনি সফলতা পেতে পারেন।
সূত্র: ওপেন ম্যাগাজিন
ভরপুর রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।