জুমবাংলা ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে টিলাগুলোতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি টিলায় কয়েকবার আগুন লাগার ঘটনায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাম্পাসস্থ টিলা এলাকায় একাধিকবার আগুন লেগে যাওয়াসহ গাছপালার ক্ষতি, পরিবেশের বিপর্যয় এবং অন্যান্য অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে টিলাসমূহে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।’ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, সম্প্রতি টিলাগুলোতে কৃত্তিমভাবে আগুন দেওয়া হয়েছে। তাই বহিরাগত মানুষের অবাধ প্রবেশ ঠেকাতে অপ্রয়োজনীয় পকেট গেইটগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে স্থানগুলোতে আগুন লাগছে সেগুলো শিক্ষার্থী বা বহিরাগত কারোর জন্য চলাচলের উপযোগী নয়। জায়গাগুলোতে নিরাপত্তার ঝুঁকি থাকার ফলে জনসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে অবস্থিত টিলাগুলোর পরিবেশ সংরক্ষণের জন্য মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটা নীতিমালা তৈরি করছি অনুমোদন পেলে নিষেধাজ্ঞা দেওয়া জায়গাগুলোতে সতর্কতামূলক বোর্ড বসানো হবে। পাশাপাশি ১০টি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসেছি যার মাধ্যমে আমাদের নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে সক্ষম হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।