বিনোদন ডেস্ক : সোমবারই ২৭ বছরে পা রেখেছেন নিক। আর বিয়ের পর স্বামীর জন্মদিনটা বেশ জমিয়েই সেলিব্রেট করলেন প্রিয়াঙ্কা। নিকের জন্মদিন উপলক্ষে বাড়িতে জমিয়ে পার্টিও করলেন প্রিয়াঙ্কা। তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
নিকের জন্মদিন উপলক্ষে আয়োজিত হাউস পার্টিতে বলিউডের গানের সঙ্গে নাচতে দেখা গেল নিককে। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন দেশি গার্ল। ‘দে দে প্যায় দে’ ছবি থেকে ‘হাউলি হাউলি’ গানের সঙ্গে নাচলেন নিক-প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও।
তবে এই প্রথম নয়, যোধপুরে প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে ‘সঙ্গীত’ এর দিনও মঞ্চে বলিউডের গানের সঙ্গে কোমর দুলিয়েছিলেন মার্কিন পপ তারকা নিক জোনাস।
এদিকে নিকের জন্মদিনের দিনই জোনাস ব্রাদার্স-এর কনসার্টেও হাজির ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে প্রকাশ্যেই নিককে চুম্বন করার সঙ্গে ক্যামেরাবন্দি হন পিগি চপস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।