Advertisement
বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকে পরিচিত করিয়ে দেওয়ার কিছু নেই। বিনোদন দুনিয়ার যৎসামান্য খবরও যাঁরা রাখেন, তাঁরা জানেন কীভাবে কোটি মানুষের হৃদয় হরণ করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ১৮ জুলাই ৩৭ বছরে পা দিয়েছেন এই সাবেক বিশ্বসুন্দরী। এবারের জন্মদিনে পেলেন তিনি ব্যতিক্রমী উপহার।
বিয়ের পর নিকের সঙ্গে এটাই প্রথম জন্মদিন পালন প্রিয়াঙ্কার। সেই উপলক্ষে মিয়ামিতে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন স্বামী নিক জোনাস।

জন্মদিনের অনুষ্ঠানে লাল সিক্যুইনের পোশাকে দেখা গেল পিগি চপসকে। মাথায় পরেছিলেন ‘বার্থডে গার্ল’ লেখা টিয়ারা। সিঁথিতে সিঁদুর ছোঁয়াতেও ভোলেননি প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে হাজির ছিলেন পরিণীতি চোপড়াও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।