বিনোদন ডেস্ক : নিজের জন্মদিনের অনুষ্ঠানে স্বামীর পরিচয় প্রকাশ করতে যাচ্ছেন দেশের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। সময় নিউজকে এ খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ভার্চ্যুয়াল জগতে আলোচিত নাম সানাই মাহবুব। কাজ করেছেন চলচ্চিত্রেও। গানের ভিডিওতেও উপস্থিতি তার। চলতি বছরের শুরুতেই সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে ডেকে নেওয়া হয় তাকে। সেখানে মুচলেকা দেওয়ার পর ছাড়া পান তিনি। এরপরেই আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করেন বলে তিনি জানান। কিন্তু গোপনীয়তা রক্ষাতেই সেসময় সেই মন্ত্রীর নাম বলেননি এই অভিনেত্রী। তবে আগামী ৮ সেপ্টেম্বর তার জন্মদিন অনুষ্ঠানে সেই স্বামীর পরিচয় প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে সানাই গণমাধ্যমকে বলেন, আগামী ৮ সেপ্টেম্বর আমার জন্মদিন উপলক্ষে আমার সমস্ত ফ্যান ফলোয়ার ,বন্ধু-সহকর্মীদের অনেক বড় একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে সকলের সামনে আমার স্বামীকে পরিচয় করে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।