জুমবাংলা ডেস্ক : পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন। এ সময় আশেপাশে অনেক লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি।
শুক্রবার পুরান ঢাকার কলতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
ওই ছাত্রী জানান, কলতাবাজার এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে দুই যুবক পিছু নিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে। পরে দ্রুত তিনি ক্যাম্পাসে এসে প্রক্টর দপ্তরে জানান। প্রক্টর থানায় ঘটনা জানালে পুলিশের তৎপরতায় ঘটনার সিসিটিভি ফুটেজও পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে লাঞ্ছনাকারীদের চিহ্নিত করা হয়।
তিনি জানান, ঘটনার সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। দ্রুতই দোষীরা শনাক্ত ও বিচারের আওতায় আসবে।
সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনটা টিম কাজ করছে। দ্রুতই দোষীদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি। সূত্র : যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।