আন্তর্জাতিক ডেস্ক : মাদকের নেশা বলে। এই নেশা জোগাড়ের জন্য তো কখনো কখনো বাবা-মাকেও খুন হতে হয়! খুনোখুনি না হলেও এবার গাঁজা নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে।
জব্দ গাঁজা পোড়ানোর সময় তা কুড়িয়ে নিতে গিয়ে রীতিমতো সড়কে জট লাগিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গায়।
হিন্দুস্তান টাইমস জানায়, বেশ কয়েকদিন ধরেই দেগঙ্গার বেড়াচাপা বাজারে রমরমা গাঁজার ব্যবসা চলছিল। এ নিয়ে বিক্ষোভ দেখিয়ে, থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।
শেষ পর্যন্ত এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ রুখতে নিজেরাই উদ্যোগ নেয় স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুর ১২টার দিকে দুই মাদক ব্যবসায়ী গাঁজাভর্তি বস্তা নিয়ে এলাকায় ঢুকছিলেন। তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
এ সময় একজন পালিয়ে গেলেও আরেক ব্যবসায়ীর কাছ থেকে ওই বস্তা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন স্থানীয়রা। রাস্তায় পড়ে যায় প্রায় ১০০ কেজি গাঁজা। আর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরই মধ্যে ওই আগুনের মাঝেই যদি কিছু গাঁজা পাওয়া যায় তা নিতে কিছু লোক হুড়মুড় করে পড়ে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড।
পরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রতন বিশ্বাস নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।