আন্তর্জাতিক ডেস্ক : গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালি থেকে জব্দ ইসরাইলসংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আলজাজিরা।
হোসেইন আমির আবদুল্লাহিয়ান তার পর্তুগিজ সমকক্ষ পাওলো রেঞ্জেলকে বলেছেন, ১৩ এপ্রিল জব্দ করা ইসরাইলসংশ্লিষ্ট কার্গো জাহাজের ক্রু সদস্যরা কনস্যুলার অ্যাক্সেস পেয়েছেন এবং তাদের ছেড়ে দেওয়া হবে।
তিনি বলেন, তেহরানে তাদের রাষ্ট্রদূতদের ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে কবে তাদের মুক্তি দেওয়া হবে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালি থেকে পর্তুগালের পতাকাবাহী ২৫ ক্রুসহ এমএসসি এরিস নামের জাহাজটি জব্দ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত। ইসরাইলি বিলিয়নেয়ার ইয়াল ওফার ও তার পরিবারের জোডিয়াক গ্রুপে অংশীদারত্ব রয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলায় আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর জাহাজটি জব্দ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।