জুমবাংলা ডেস্ক : রাজধানীতে জমে উঠেছে পূর্বাচল আমেরিকান সিটি আবাসন মেলা।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে চার দিনব্যাপী হোটেল দি ওয়েস্টিন, লা মেরিডিয়ান ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলা শুরু হয়। মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস্। মেলায় ইউএস-বাংলা এসেটসের পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
১৩-১৬ ফেব্রুয়ারি ২০২০ হোটেল দি ওয়েস্টিন ঢাকা, সিলভার রুম (লেভেল-২), গুলশান সার্কেলে এই মেলা চলছে। একই সাথে লা মেরিডিয়ান ঢাকা, এলএম এনট্রেসল (ফ্রন্ট সাইড-গ্রাউন্ড ফ্লোর), ৭৮/এ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা, চিত্রা হল (২য় তলা), ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকায় ইউএস-বাংলা এসেটস্ এর একক আবাসন মেলা চলছে। এসকল ভেন্যুতে মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
ইউএস-বাংলা এসেটস্ ঢাকার অতি সন্নিকটে পূর্বাচলে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। প্রকল্পে রয়েছে সবুজে ঘেরা দৃষ্টি নন্দন সুবিশাল খেলার মাঠ, যার আয়তন ২০ বিঘা। প্রকল্পে থাকছে সোলার হোম সলিউশন। এগিয়ে চলছে সবুজায়নের কাজও। প্রকল্পজুড়েই থাকছে তারবিহীন সিসি ক্যামেরা, সেন্ট্রাল মনিটরিং সিস্টেমসহ যাবতীয় অত্যাধুনিক সিকিউরিটি ব্যবস্থা।
দেশের আবাসন প্রকল্পে পূর্বাচল আমেরিকান সিটিই প্রথম আন্ডারগ্রাউন্ড কেবল নির্মাণ করতে চলেছে। আগামীর কানেক্টিভিটি হিসেবে ঢাকা পূর্বাচল এলিভেটেড এক্সপ্রেস-ওয়ে সুবিধা, ঢাকা-সিলেট বাইপাস মহাসড়কের সাথে সংযোগ, এশিয়ান হাইওয়ের পাশেই প্রকল্পের অবস্থান। আবাসন প্রকল্পে জৈব বর্জ্য ডিকম্পোস্ট প্রযুক্তি দিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ।
প্রকল্পটিতে থাকছে- ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, লেক সাইট পার্ক, ১২ ফুট গ্রিন জোন, ১০ ফুট ওয়াক-ওয়ে, উন্নত ট্রাফিক সিস্টেম, নাইন হোল গলফ্ কোর্স, আধুনিক ড্রেনেজ সিস্টেম, রিকসা ফ্রি সিটি কিন্তু থাকবে ইলেকট্রিক ভেহিকেলস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।