জমে উঠেছে বাণিজ্য মেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জুমবাংলা ডেস্ক : গতকাল শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই বাণিজ্য মেলায় দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে এবারের বাণিজ্য মেলা বসে।  উদ্বোধনের পর কয়েক দিন পেরিয়ে যাওয়ার পরও নতুন জায়গা যখন জমছিল না, তখন এর পক্ষে-বিপক্ষে নানা কথা উঠে আসে। এত দূরে কি বাণিজ্য মেলা জমবে? রাস্তা ভালো নয়, ভাঙাচোরা, ধুলায় মাখামাখি অবস্থা ইত্যাদি। কিন্তু সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে জমে উঠেছে বাণিজ্য মেলা।

 জমে উঠেছে বাণিজ্য মেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ছবি সংগৃহীত

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। আর ক্রেতা-দর্শনার্থীদের এই ভিড়ে অবশেষে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। উল্লেখ্য, গত শনিবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।

গতকাল মেলায় সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড়। এ সময় স্বাস্হ্যবিধি না মেনে ধাক্কাধাক্কি করে অনেককেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা গেছে। মানুষের চাপে বাচ্চাদের নিয়ে মেলার গেটে প্রবেশ করতে হিমশিম খেয়েছেন অভিভাবকরা। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের চাপে ৩০০ ফিট সড়কে যানজট লেগে যায়। এতে ভোগান্তিত পোহাতে হয় দর্শনার্থীদের।

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে সপরিবারে আসা রিমন মিয়া বলেন, প্রথম বারের মতো তিনি ছেলেমেয়েদের নিয়ে মেলায় এসেছেন। ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি নামক বাস স্টেশন থেকেই যানজট। এজন্য মেলায় আসতে কষ্ট হয়েছে বলে জানান তিনি।

গত ১ জানুয়ারি উদ্বোধনের দিন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ টিকিট কেটে মেলায় প্রবেশ করেন। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ টিকিট কেটে মেলায় প্রবেশ করেন। এটাই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ টিকিট বিক্রি।

এদিকে মেলায় ক্রেতা-দর্শনার্থী বাড়ায় অনেকটা হাঁফ ছেড়ে বেঁচেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল মালিকরা। গতকাল দর্শনার্থী বাড়ার পাশাপাশি বিক্রিও হয়েছে ভালোই। মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার এবং ইলেকট্রনিক সামগ্রীর স্টলগুলো ক্রেতা এবং দর্শনার্থীদের নজর কাড়ছে। এছাড়া খাদ্যসামগ্রীর স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। সেভয় আইসক্রিমের বিক্রয় প্রতিনিধি নারীরা ঠান্ডার মধ্যেও নেচে গেয়ে আইসক্রিম বিক্রি করছেন।

মেলায় স্টল দেওয়া গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার এ বি এম এনায়েত উল্লাহ সরকার বলেন, গ্যাসের চুলা, গিজার, প্রেশার কুকার, শিশুদের খেলনা প্রচুর বিক্রি হচ্ছে।

আরএফএল কোম্পানির প্যাভিলিয়ন ইনচার্জ মাসুদ রানা বলেন, মেলায় ক্রেতাদের আগমনের বার্তা পেয়েছি। পণ্য ভালোই বিক্রি হয়েছে। বাণিজ্য মেলা দিন দিন জমে উঠছে।

আখতার ফার্নিচারের ব্যবস্হাপক মোহাম্মদ দুলাল বলেন, ফার্নিচার বিক্রির পরিমাণ আশানুরূপ না হলেও কোম্পানির প্রচারে মেলার বিকল্প নেই।

ওয়ালটন কোম্পানির প্যাভিলিয়ন ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, স্টলে উত্পাদিত দামি পণ্যগুলো বিক্রি না হলেও কমদামি পণ্যের বিক্রি বেড়েছে। বাণিজ্য মেলার আয়োজক ইপিবির সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, দর্শনার্থীদের আগমনে মেলার আয়োজন সার্থক হয়েছে।

মাত্র ৭ হাজার টাকায় ঝকঝকে নতুন মোটরসাইকেল, দারুন সুযোগ দিচ্ছে Bajaj

Previous Article

কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান

Next Article

গুলিস্তানে বাস উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ৩