স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর। গত আট বিশ্বকাপে যা কেউ করতে পারেননি, তা তিনি করে দেখিয়েছেন।
আর্জেন্টিনাকে ভাসিয়েছেন অবিরাম আনন্দের স্রোতে। ঘুচিয়েছেন ৩৬ বছরের আক্ষেপ। কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা।
সেই মানুষদের মুহূর্তটি আজ উপভোগ করতে বলছেন স্কালোনি। কোচ হিসেবে আজ তার সবচেয়ে বড় গর্বের দিন। বিশ্বকাপ জেতার পথে ফাইনালে ফ্রান্সকে হারিয়েছেন ৩(৪)-৩(২) ব্যবধানে। টাইব্রেকারে গনসালো মন্তিয়েলের শট থেকে জয় নিশ্চিত হওয়ার পর কান্নায় ফেটে পড়েন তিনি।
Scaloni crying 🥹🥹🥹
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) December 18, 2022
জয়ের পর স্কালোনি বলেন, ‘আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।