আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। দ্রুত সংক্রমিত হতে থাকা করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর সিএনএন’র।
ইংল্যান্ডে প্রথম শনাক্ত হয় নতুন ধরনের করোনাভাইরাস। ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকার কারণ হিসেবে লাখ লাখ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই দায়ী করা হয়েছে। এর সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে। ব্রিটিশ সরকার মনে করছে, এই নতুন রূপের করোনাভাইরাসটির সংক্রমণ সক্ষমতা আগের চেয়েও বেশি। এটি খুব শক্তিশালী রূপ পেয়েছে।
নতুন প্রজাতির ভাইরাস নিয়ে উদ্বেগ থেকে বিভিন্ন দেশ ইতোমধ্যে যুক্তরাজ্য সঙ্গে ভ্রমণ বাতিল করেছে। ইউরোপের কয়েকটি দেশ প্রথম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ইতোমধ্যে বহু দেশ তা অনুসরণ করেছে।
শনিবার দ্রুত ডাকা এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানানম নতুন প্রজাতির ভাইরাসটি ৭০ শতাংশ দ্রুত ছড়াতে সক্ষম। লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে সম্প্রতি করোনার সংক্রমণ বাড়তে থাকার জন্য দায়ী এই নতুন প্রজাতির ভাইরাস। এসব এলাকায় কঠোর লকডাউন আরোপ করা হয়েছে বলে জানান জনসন।
যুক্তরাজ্যের বাইরে নতুন প্রজাতির ভাইরাসটি ইতোমধ্যে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।