বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৪৪ ধারা উপেক্ষা বিএনপির সমাবেশ

জুমবাংলা ডেস্ক: রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শুক্রবার বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

এর আগে আজ সকাল ১১টা ২৫ মিনিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসেন। সাড়ে ১২টার দিকে বৈঠক শেষ হয়। এতে খন্দকার মোশাররফ ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশি হেফাজতে নেওয়া এবং ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে এ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সাদা পোশাকের পুলিশ আটক করেছে বলে দল ও পরিবার জানায়।

শুক্রবার সকালে তাদের ডিবি কার্যালয়ে নেওয়ার পর বাহিনীর প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, তাদের দু’জনকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।