আন্তর্জাতিক ডেস্ক: এবার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর খেপেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উগ্রপন্থীদের নিয়ে জর্জ বুশের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, এ নিয়ে বুশের লেকচার মানায় না। অন্তত তিতি কাউকে উপদেশ দিতে পারেন না। ট্রাম্প ১৩ সেপ্টেম্বর (সোমবার) এক ই-মেইলে তার পূর্বসূরি বুশকে আক্রমণ করে এসব কথা বলেন।
‘নাইন-ইলেভেন’-এর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ১১ সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে বুশ দেশের বাইরে এবং ভেতরের উগ্রপন্থীরা একই ধরনের হুমকি বলে উল্লেখ করেন।
বুশ বলেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের হামলায় যোগ দেওয়া উগ্রপন্থী ও বাইরের উগ্রপন্থীদের চেতনা একই। তাই দেশকে এগিয়ে নিতে এবং উগ্রপন্থীদের হুমকি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বুশ।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।