জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি ইউনিট।
Advertisement
আগুন লাগার খবরে হকার্স মার্কেট ছাড়াও আশপাশের মার্কেট ও দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত ৯টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে খবরও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।