Advertisement
ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন বলে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার এই সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জাকির নায়েককে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমি জানি না। এ বিষয়ে আগে কিছু শুনিনি, প্রথমবার আপনাদের কাছ থেকেই শুনলাম।’
নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ আনসার নিয়োজিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন এবং বিভিন্ন জেলায় ইসলামী কর্মসূচিতে অংশ নেবেন। তবে সরকারি কোনো সংস্থা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



