বিনোদন ডেস্ক : ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর ২’। যার সাফল্যের পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুক্তি পেয়েছে এই অভিনেতার আরেক সিনেমা ‘জাত’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রেকর্ড গড়লো এই সিনেমা।
কেননা চলতি বছর মুক্তি প্রাপ্ত হিন্দি সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনের আয়ের দিক থেকে এই সিনেমা এখন চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।
বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ‘জাত’ ছবিটির আয় দাড়িয়েছে ৯ কোটি রুপি! দ্বিতীয় দিনে যা ছিল ৬.৭৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিনে ছবিটি মোট আয় করেছে ১৫.৭৫ কোটি রুপি। যা ১০০ কোটি রুপি বাজেটের সিনেমা হিসেবে বেশ ভালোই।
এদিকে হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদর ২’ সিনেমার সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি। ফলে ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক! এর আগে তিনি ‘গদর ২’ ছবিটির জন্য পেয়েছিলেন মাত্র আট কোটি রুপি! অর্থাৎ মাত্র বছর দুয়েকের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।
দুই বছরের মধ্যে ছয় গুণ বেশি পারিশ্রমিক বাড়ানো হলিউডেও বিরল ঘটনা। ‘জাত’ সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র ভারতীয় দৈনিক জাগরণকে জানায়, ‘গদর ২’-এর সাফল্য সানিকে চমকে দিয়েছে। এ সিনেমাটি দিয়ে বলা যায় নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দর্শকদের কাছে তার আবার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাই প্রযোজকেরা তার চাহিদামতো পারিশ্রমিক দিতে কার্পণ্য করেননি।
‘জাত’ ছবিটির পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।