জুমবাংলা ডেস্ক: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর একটি এতিমখানায় খাবার পরিবেশন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশন-এর প্রধান জয়নুল আবেদীন, ঢাকার আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল হামিদ, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান ও বসুন্ধরা শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।