কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সভা করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ সাবিকুন্নাহার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুল খালেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আজিজার রহমান, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ এ সভায় অংশগ্রহণ করে।
সভায় বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িদের শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখতে প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।